রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

মির্জাগঞ্জে ইয়াবাসহ দুজন আটক  

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি 

মির্জাগঞ্জে ইয়াবাসহ দুজন আটক  

পটুয়াখালীর মির্জাগঞ্জে ২৫ ইয়াবাসহ দুজনকে আটক করেছে মির্জাগঞ্জ থানা পুলিশ। গত মঙ্গলবার রাতে উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের উত্তর ঝাটিবুনিয়া এলাকা থেকে তাদের আটক করা হয়। 

আটকরা হলেন, উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের উত্তর ঝাটিবুনিয়ার মো. নুর হোসেন হাওলাদারের ছেলে মেহেদী হাসান ও উত্তর সুবিদখালী গ্রামের আ. সালাম গাজীর ছেলে রাইয়ান ইসলাম গাজী।

মির্জাগঞ্জ থানার ওসি হাফিজুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আসামিদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

টিএইচ